চট্টগ্রামশীর্ষ নিউজ

কেন্দ্রীয় নেতাদের সামনে চমক দেখালেন যুবলীগ নেতা রাসেল

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায়
দক্ষিণ জেলা যুবলীগের গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক আবু হায়দার মো. ওসমান গনি রাসেল এর নেতৃত্বে  বিশাল মিছিল নিয়ে সভায় যোগদান করেন।

আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক এই সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিশাল মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়। এ সময় তা঳র পক্ষে আনোয়ারা উপজেলার ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এটাতে অনেকে কেন্দ্রীয় নেতাদের সামনে রাসেলের চমক বলেও আখ্যায়িত করেছেন।

শনিবার (১৯ আগষ্ট) বিকেলে কর্ণফুলীর এ জে চৌধুরী কলেজ মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ এ শোক সভার আয়োজন করেন। এদিকে এই সভাকে কেন্দ্র করে কর্ণফুলী উপজেলাস্থ মহাসড়ক ও আশপাশের এলাকায় তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে যায়।

নেতা ও পদপ্রত্যাশীদের ছবিসহ এসব ব্যানারে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি এবং কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে। সভা শুরুর আগে থেকেই অনুষ্ঠান স্থলে মিছিলে মিছিলে নেতা-কর্মীদের স্লোগানে মুখর পুরো কলেজ বাজার এলাকা।

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম, সা: সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী।

দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলামের সঞ্চলনায় শোক সভার আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ। শোক সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ এর সভাপতি মোহাম্মদ হানিফ বলেন,‘রাজপথে যুব সম্রাট আবু হায়দার মো. ওসমান গনি রাসেল ভাইয়ের রাজপথে রাজকীয় প্রত্যার্বতন হয়েছে। অনেকে মনে করেছেন রাসেল ভাই হারিয়ে গেছে। তা সঠিক নয়। মিছিলে প্রমাণ হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলা যুব লীগের কর্মী হিসেবে রাসেল ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সংগঠনকে মজবুত করতে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত যুবলীগকে শক্তিশালী করার জন্য কাজ করছেন তিনি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button