শীর্ষ নিউজ

প্রধানমন্ত্রীর জনসমাবেশ উপযোগী করতে যশোরে স্টেডিয়াম ও রাজ্জাক কলেজ মাঠ একীভূত


মালিক উজ জামান, যশোর : আগামী ২৪ নভেম্বর যশোরে আওয়ামী লীগের জনসমাবেশে অংশ নেবেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণকালের বৃহৎ জনসমাবেশ ঘটাতে ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এতে থাকছে যশোর জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগের সম্মিলিত প্রয়াস। জনসভা স্থল যশোর শামসুল হুদা স্টেডিয়ামের জায়গা বাড়াতে উত্তর পাশের গ্যালারি ভেঙে ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠের সাথে একীভূত করা হয়েছে। এখন চলছে ঝাড়া মোছা মাঠ পরিপাটি ও ছোট খাঠো সংস্কার কাজ।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার দিনক্ষণ নির্ধারিত হওয়ার পর জেলা আওয়ামী লীগের নেতারা শামসুল হুদা স্টেডিয়াম ও ঈদগাহ ময়দানকে সম্ভাব্য জনসভা স্থল নির্ধারণ করে। তবে নেতারা স্টেডিয়ামে জনসমাবেশ করতে আগ্রহী। তারই অংশ হিসেবে স্টেডিয়ামের মাঠকে বাড়াতে গত ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর উত্তর পাশের গ্যালারি ভাঙ্গা শুরু হয়। দুই দিনের প্রক্রিয়ায় এখন স্টেডিয়াম ও পার্শ্ববর্তী আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের মাঠ একীভূত হয়েছে। এছাড়া জনসমাবেশ সফল করতে চলছে অন্যান্য প্রস্তুতি।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান, আজ থেকে ঠিক ৫০ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যশোরের ঐতিহ্যের ধারক শামস-উল হুদা স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তৃতা করেছেন। দীর্ঘ সময় পর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামের জনসভায় অংশ নেবেন। এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্টেডিয়ামের মাঠ বড় করার পাশাপাশি সমাবেশে আগত জনসাধারণের সার্বিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি বড় পর্দায় সমাবেশ দেখার ব্যবস্থা করা হবে। এটি যশোরের ক্ষেত্রে সমাবেশ আয়োজনের একটি মাইল ফলক হবে বলে আশা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button