Download WordPress Themes, Happy Birthday Wishes

বিয়ে করলেন মাইলি সাইরাস

অবশেষে বিয়ের খবর নিয়ে হাজির হলেন মার্কিন সংগীত তারকা মাইলি সাইরাস। টানা ১০ বছর প্রেমের পর বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন মাইলি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিয়ামের সঙ্গে জড়িয়ে থাকা ছবি পোস্ট করে সাইরাস লিখেছেন, ‘১০ বছর পর’। ‘দ্য লাস্ট’ সিনেমার সেটে দেখা হয় এ জুটির। তারপরও প্রায় ১০ বছর ধরে প্রেম চলে। তাদের ঘিরে অনেক খবরও ছড়ায়। এবার এলো আসল খবরটি।

পারিবারিক ভাবে গত রোববার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মাইলি ও লিয়ামের। পরিবারের খুব কাছের কয়েকজন আর ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।

জানা গেছে, ২০১২ সালে বাগদান সম্পন্ন হয় এই জুটির। ওই বছরেই বিচ্ছেদ হয়। ২০১৫ সালে আবার এক হন তারা। আবারও নতুন পথচলা শুরু হলো তাদের।

Print Friendly, PDF & Email