বিশ্বসংগঠন সংবাদ

ইনভেস্টর নাঈম উদ্দিনকে আহবায়ক ও নজরুল ইসলাম তালুকদার কে সদস্য সচিব করে প্রবাসী হাটহাজারী কল্যাণ সমিতি জেদ্দা গঠন

সৌদি আরব প্রতিনিধি : হাটহাজারী প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা এর আহবায়ক কমিটি গঠনকল্পে গত ২৪শে জুন রোজ বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার লেয়াকত আলীর বাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।(যাহা ছিল তৃতীয় দফায় মত বিনিময় সভা)
এতে সভাপতিত্ব করেন ইন্জি: লিয়াকত আলি। কাজী জাকির হোসেন এর  সঞ্চালনায় উপস্থিত হাটহাজারী প্রবাসী কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ নিজ নিজ মতামত প্রকাশ করেন।
প্রবাসে ও স্বদেশে সমাজ সেবায় বিশেষ ভূমিকা পালন, বিশেষ করে দুঃস্থ ও অসহায় ব্যাক্তিদের চিকিৎসা ও আর্থিক ভাবে সহযোগিতা করা, প্রবাসে হাটহাজারী উপজেলার  যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, বিশেষ করে  বৃহত্তর চট্টগ্রাম সমিতি জেদ্দার সাথে সমন্বয় করে প্রবাসে ও স্বদেশে অবদান রাখা এবং বিভিন্ন সামাজিক সংগঠন গুলোর সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার লক্ষে চট্টগ্রামের হাটহাজারীর প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা গঠন করতে  সকলে একমত হয় ।সৌদি আরবের মক্কা ও জেদ্দায় বসবাসরত প্রিয় প্রবাসী হাটহাজারীর ভাইদের নিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে হাটহাজারী প্রবাসী ও সৌদি আরব জেদ্দার পরিচিতি মুখ তাওসিফ ট্রাভেলস এন্ড টুরিজম কোম্পানির কর্ণধার ইনভেস্টর মোহাম্মদ নাঈম উদ্দিন কে আহবায়ক ও হারেছ সাওয়ারীর বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম তালুকদার কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  এতে উপদেষ্টা হিসেবে আছেন, ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী (প্রধান উপদেষ্টা), নাসির উদ্দিন (কুয়েইশ), মোঃ কামাল উদ্দিন (ফতেয়াবাদ), নুর মোহাম্মদ (গড়দোয়ারা), হাফেজ মো : আসলাম।(গড়দোয়ারা), নাসির উদ্দিন (কাটিরহাট)। সদস্য হিসেবে আহবায়ক কমিটিতে যারা আছেন, মোহাম্মদ মঈনুদ্দিন, রুবেল মিয়া, খোকন, সাজ্জাদ হোসেন,
তৌহিদুল আলম, মোরশেদুল আলম।
সমিতির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার লিয়াকত আলী আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করে আহবায়ক নাঈম উদ্দিন ও সদস্য সচিব নজরুল তালুকদার এর কাছে নতুন আহবায়ক কমিটি হস্তান্তর করেন।
আহবায়ক ইনভেস্টর মোহাম্মদ নাঈম উদ্দিন ও সদস্য সচিব নজরুল তালুকদার বলেন আমরা হাটহাজারী প্রবাসী  কল্যাণ সমিতি জেদ্দা ও মক্কার কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সকলের সহযোগিতা ও মতামতের ভিত্তিতে এবং মানুষের কল্যানের নিমিত্তে আগামী ৯০ দিনের মধ্যেই একটি সুন্দর কার্যনির্বাহী কমিটি উপহার দেওয়ার চেষ্টা করবো।
ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button