আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি:-
ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে পরিকল্পনা মন্ত্রীর নিজ বাড়ী ডুংরিয়ায় জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফি উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ মিয়া প্রমুখ।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন শেষে পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কয়দিন আগে আগের ওষুধ নিয়ে যে প্রশ্ন উঠেছিল সরকার সেই ওষুধ বাতিল করে ফেলে দিয়ে নতুন উন্নত মানের ওষুধ সরবরাহ করেছে।