অদ্য ৭ ফেব্র“য়ারি ২০১৯ তারিখে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে ইউনিয়নের নব নির্বাচিত সাধারণ সম্পাদক শওকত বিন হায়াত মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। জনাব রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনারবৃন্দের উপস্থিতিতে ২০১৯-২০২০ সালের জন্য ইউনিয়নের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও দায়িত্বভার গ্রহণ এবং সভায় সকল সাধারণ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য জনাব খাইরুল আমীন ও শফিকুল ইসলাম চৌধুরীকে উপদেষ্টা নির্বাচিত করা হয়। সভায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত কমিটির সভাপতি এস.এম. আলমগীর হোসাইন, সহ-সভাপতি জনাব হাবিবুর রহমান, সাধারন সম্পাদক শওকত বিন হায়াত মাহমুদ, সহ-সাধারন সম্পাদক ফিরোজ খাঁন, অর্থ সম্পাদক আরিফুর রহমান, সদস্য সৈয়দুর রহমান ও আজিজুর রহমান প্রমূখ।