ঢাকা, ১০ফেব্রুয়ারী, ২০১৯:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ ঢাকার মানিক মিয়া এভিনিউ এর রাজধানী উচ্চ বিদ্যালয় অঙ্গনে বাংলাদেশ জাতীয় সংসদ সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ আয়োজিত সংক্ষিপ্ত কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সরস্বতীপূজার সফলতা কামনা করে সকলকে শুভেচ্ছা জানান।
পরে তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এছাড়া অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, বীরেন শিকদার এমপি, পংকজ নাথ এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।