শীর্ষ নিউজ

চাঁচড়া বাজারে ফুটপাতে রাখা মালামালে প্রায় দুর্ঘটনা 

রাস্তার দুই পাশে ফুটপাতে মাল আর মাল। আর ব্যাবসায়ীদের এই অনিয়মে সড়ক দুর্ঘটনার বলি হয়েছেন যশোর সদর উপজেলা চাচড়া মধ্যেপাড়ার নিরীহ ভ্যানচালক হাসান। দুর্ঘটনা টি হয় চাচড়া বাজার মোড় থেকে চেকপোস্ট তেল পাম্প এলাকার ২০০ গজের মধ্যে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যাক্দর্শী রা জানান, রাস্তার দুই পাশে ফুটপাতে মালামাল রাখায় এই দুর্ঘটনা ঘটেছে। ব্যাবসায়ীরা কোন আইন বা নিয়ম না মানায় এসব দুর্ঘটনা ঘটছে।
সরেজোমিন দেখা যায়, আরিফুল, ট্র্যাক্টর পার্টস, লাভলুর দোকান, খানজাহান মোটরস, মুন ট্র্যাক্টরস, বেলারুশ স্পেয়ার্স, মীর ট্র্যাক্টরসহ প্রায় শত দোকান সেখানে। এর মধ্যে প্রায় ৫০ দোকানের মালামাল ফুটপাতে রাখা। কোন কোন মাল বছরের পর বছর ফুটপাত দখল করে পড়ে আছে।
উল্লেখিত ঘটনা ঈদের পরদিন ঘটে। গত ৬মাসে এই সড়কের ওই এলাকায় অন্তত ৩০টি দুর্ঘটনা ঘটেছে। এতে করুন মৃত্যুবরণ করেছে দুইজন। আর পঙ্গু হয়েছেন আরো তেরজন।
পথচারী নিরাপদ করতে তারা এই ফুটপাত থেকে মালামাল উচ্ছেদে যাশোর পৌরসভা ও ভ্রাম্যমান আদালতে পরিচালনা কমিটির একশন দাবি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button