অর্থ ও বাণিজ্যবিশেষ খবর

২৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে : সাবের চৌধুরী

 

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৪ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, এবার ২৫ হাজার পরিবারকে সাহায্য করা হয়েছে। প্রতি পরিবারে ৪ জন সদস্য হলেও ১ লাখ মানুষকে সাহায্য করেছি। তাদের আপনজন নিয়ে, প্রিয়জন নিয়ে যাতে আনন্দে ঈদ উদযাপন করতে যেভাবে পারে, তার ব্যবস্থা করা হয়েছে।
আজ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা-৯ নির্বাচনী এলাকার মুগদা থানাধীন ৭১ ও ৭২ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন, ওআইসিভুক্ত দেশসমূহের দূতাবাস, কুয়েত সোসাইটি ফর রিলিফ-বাংলাদেশ অফিস এবং সোসাইটি ফর সোস্যাল অ্যান্ড টেকনোলজিকাল সাপোর্ট, কুয়েতের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button