অর্থ ও বাণিজ্যবিশেষ খবর

জয়পুরহাটে পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জয়পুরহাট, ১১ ডিসেম্বর, ২০২৩ (বাসস): হঠাৎ করে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি রোধ করতে সোমবার সকালে শহরের নতুনহাট পাইকারি বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে যায় । শহরের নতুনহাট  বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ২০০ টাকা টাকার পরিবর্তে ১২০ টাকা কেজিতে ঁেপয়াজ বিক্রি করা শুরু করেন। সোমবার সকালে শহরে নতুনহাট বাজারে অভিযানের মুহূর্তে সাধারণ ক্রেতারাও পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন।
ভ্রাম্যমাণ আদালত এসময় বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি জানান, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০-১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় এটা হয়েছে।
কিন্তু নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজ বাজারে ঢুকেছে সেটারও দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান আরও বলেন, কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ক্রয় রশিদ সংগ্রহ করা হয়েছে এবং সঠিক মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button