বিশেষ খবররাজনীতি

নির্বাচনী ইশতেহারে কি কি বিষয় অন্তর্ভুক্ত হতে পারে সর্বসাধারণের মতামত চেয়েছে আওয়ামী লীগ

 

অক্টোবর, ২০২৩ (বাসস) : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে কি কি বিষয় অন্তর্ভুক্ত হতে পারে এ সম্পর্কে দেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে মতামত চেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আজ এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রণয়নের কার্যক্রম শুরু করেছে। এই উপ-কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের সভাপতিমণীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। গণমানুষের দল আওয়ামী লীগের ইশতেহার কেবলমাত্র একটি দলীয় ইশতেহার নয়। এটি প্রকৃত অর্থে গোটা জাতির ইশতেহার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে কী প্রত্যাশা করে সেটি গুরুত্বপূর্ণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাত সম্পর্কে ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে এবং আবারো সরকার গঠন করলে আওয়ামী লীগ কী কী নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে এ বিষয়ে আগামী ২০ অক্টোবরের মধ্যে মতামত প্রেরণের জন্য দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং কমিউনিটি লিডারগণকে অনুরোধ করা যাচ্ছে।
গণ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী একমাত্র রাজনৈতিক দল। বাংলাদেশের সকল অর্জন আওয়ামী লীগের হাত দিয়েই এসেছে। শুধু স্বাধীনতা অর্জন কিংবা রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব চিরস্থায়ী টেকসইকরণ এবং এর অর্থনীতির ভিত্তিমূল জাতির পিতা তৈরি করে গেছেন। জাতির অর্থনৈতিক, সামাজিক সাংস্কৃতিক নিরাপত্তা ও মুক্তি অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় পথনকশা ও নির্দেশনা তিনি নিয়ে গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়,জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই পথনকশা ও নির্দেশনা বাস্তবায়নে তাঁর চার মেয়াদে দেশে যুগান্তকারী উন্নয় সাধন করেছেন। পিতার পর কন্যার হাত দিয়েই জাতির ভাগ্য পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার আওয়ামী সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।
বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রতিটি নির্বাচনী ইশতিহারে জাতিকে প্রদত্ত প্রতিটি অঙ্গীকার শতভাগ প্রতিপালন করেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের প্রতিটি ইশতেহারেই সরকারের নির্দিষ্ট মেয়াদের বাইরে দীর্ঘমেয়াদি নানা উন্নয়নের পথনকশা ছিল। এর প্রতিটিই অত্যন্ত সুচারুভাবে বাস্তবায়িত হয়েছে।
মতামত প্রেরণের ঠিকানা সদস্য সচিব, নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়, সড়ক- ৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা। ইমেইল: albddatabase@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button