Download WordPress Themes, Happy Birthday Wishes

ডি.এইচ.এম.এস হোমিওচিকিৎসক কল্যাণসোসাইটির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা

প্রেসবিজ্ঞপ্তী:১৩মে
নগরীর বন্দর-ইপিজেড ও পতেঙ্গা জোন ডি.এইচ.এম.এস হোমিওচিকিৎসক কল্যাণ সোসাইটির উদ্যোগে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ৫রমজান বাদে আছর বন্দটিলাস্থ ফ্রাইড হাউজে সংগঠনের সাঃসম্পাদক ডাঃএস.এম এমরানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডাঃআহসান হাবীবের সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়।
রমজান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ওবিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ শাহজাহান আলী,বিশেষ অতিথি-ডাঃএম.এ কাশেম,ডাঃশফিউল বাশার ,ডাঃ রেজাউল করিম, ডাঃএহসানডাঃ মোঃশামীম সিকদার।
এছাড়াও সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন-ডাঃআব্দুস সাত্তার,ডাঃএম.এ.গোফরান,ডাঃরেজিয়া বেগম,ডাঃইব্রাহিম খলিল,ডাঃ শাহনাজ পারভীন,ডাঃআব্দুস শহীদ,ডাঃ দেলোয়ার,ডাঃকামাল হোসেন প্রমুখ।
সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মুনাজাত করে কর্মসূচি সমাপ্তি করা হয়।

Print Friendly, PDF & Email