অর্থ ও বাণিজ্যবিশেষ খবর

বেনাপোলে ২ কোটি ৮৩ লাখ টাকার সোনারবারসহ আটক ১


বেনাপোল স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে দুই কেজি ৮২৯ গ্রাম ওজনের ১৭ পিস সোনার বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামেএকজনকেআটককরেছেবর্ডারগার্ড বাংলাদেশ বিজিবিসদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৮৩ লাখটাকা।শনিবার (২৭ মে) সকালে বেনাপোল পোর্ট থানাধীনখলসিমাঠ থেকে তাকে আটক করা হয়।মিকাইল হোসেন পিন্টু বেনাপোল পোর্ট থানাধীন বারো পুতা গ্রামের আবু সাঈদের ছেলে।
বিজিবিজানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতেপারি বেনাপোল পোর্ট থানাধীন খলসি গ্রামের মাঠ দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। এমনসংবাদেরভিত্তিতেখলসিমাঠে অবস্থাননিলেসন্দেহভাজন এক ব্যক্তিকে ভারতসীমান্তেরদিকে যেতে দেখাযায়। এসময়তাকেগতিরোধকরে দেহ তল্লাশিচালিয়ে কোমরেবাঁধা অবস্থায় ছোটবড় ১৭ পিস সোনারবারউদ্ধারকরা হয়। এবংতাকেআটককরা হয়। যারআনুমানিকবাজারমূল্য প্রায় ২ কোটি ৮৩ লাখটাকা। এছাড়াআটককৃত আসামিরবিরুদ্ধে মামলাদিয়ে বেনাপোল পোর্ট থানায়হস্তান্তরকরাহবেবলেতিনিজানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button