আঞ্চলিকশীর্ষ নিউজ

কেশবপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৭


মালিক উজ জামান, যশোর : গ্যাস-বিদুৎ-চাল-ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে যশোরের কেশবপুর উপজেলার ১১ ইউনিয়ন বিএনপির পদযাত্রা চলাকালে ৫টি ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষ হয়েছে। তবে বিএনপির দাবি আওয়ামীলীগ পরিকল্পিতভাবে আক্রমন করলে তাদের ১৭ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সংঘর্ষে আহতরা হলেন হাসানপুর ইউনিয়নের বিএনপির নেতা নজরুল ইসলাম, নাসির উদ্দীন, আব্দুল মমিন, আশরাফুজ্জামান রুমি, ফজর আলী, শরিফুল ইসলাম, বাবু, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল কাদের খাঁ, মজিবর রহমান, সেলিম সানা, ইয়াসিন শেখ, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাসেম, মোহাম্মদ ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির নেতা ফারুক হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির নেতা আনারুল লিয়াকত হোসেন,শহিদুল ইসলাম ।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ বলেন আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগের ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর এ হামলা চালিয়েছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেয়ে হুমকি দেয়া হচ্ছে।
পদযাত্রায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, কেশবপুর উপজেলা বিএনপি আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল ও আব্দুল হালিম সহ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যুগ্ন আহবায়ক, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button