চট্টগ্রামশীর্ষ নিউজ

১৫ হাজার পরিবারের মুখে খাদ্য তুলে দিলেন চরপাথরঘাটার চেয়ারম্যান

চট্টগ্রাম প্রতিনিধি:

পবিত্র রমজান মাসকে সামনে রেখে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে ‘ফয়েজ এন্ড ছবুরা ফাউন্ডেশন’ ও ‘চরপাথরঘাটার ইউপি চেয়ারম্যান হাজী ছাবের আহমেদ’ এর পরিবারের পক্ষ থেকে প্রায় ১৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এতে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে ইফতার সামগ্রী। তাঁদের হাতে ৫ কেজি চাউল, ৪ কেজি ছোলা, ২ কেজি চিনি ও ১ লিটার সয়াবিনসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য তুলে দেয়া হচ্ছে।

বুধবার (১৫ মার্চ) বিকেলে চরপাথরঘাটাস্থ চেয়ারম্যানের নিজ বাড়ী প্রাঙ্গণে হাজী ছাবের আহমেদ এসব ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সরেজমিনে দেখা যায়, চরপাথরঘাটা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে খোয়াজনগর, চরপাথরঘাটা ও ইছানগরের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সংশ্ষ্টিরা বলেছেন, এতে কোন অসহায় পরিবার বাদ পড়বে না। ভুলে বাদ পড়লে সরাসরি চেয়ারম্যানের বাসায় যোগাযোগ করার কথা অনুরোধ জানান তাঁরা।

খাদ্যসামগ্রী পেয়ে ইছানগর এলাকার রহিমা বেগম বলেন, ‘বাজারে সব জিনিসের দাম বাড়ছে আর বাড়ছে। সামনে রমজান মাস। আমাদের মতো গরিব মানুষেরা পরিবার-পরিজন নিয়ে খাদ্য সংকটে ভুগছে। ঠিক ওই সময় চেয়ারম্যানের সাহায্য পাওয়া মানে মরুভূমিতে বৃষ্টির দেখা। যদিও চরপাথরঘাটার চেয়ারম্যান ও তাঁর পরিবারের পক্ষ থেকে প্রতি বছরেই গ্রামের অসহায় মানুষকে রমজানের আগে খাদ্য সহায়তা দিয়ে থাকেন।’

চরপাথরঘাটার মরিয়ম খাতুন বলেন, ‘৫ কেজি চাউল, ৪ কেজি ছোলা, ২ কেজি চিনি ও ১ লিটার সয়াবিন পেয়ে আমরা সকল অসহায় পরিবারগুলো খুশি। কেননা, প্রতি বছর চেয়ারম্যান সাহেব কোটি কোটি টাকার খাদ্য বিতরণ করেন। এসব খাদ্য পেয়ে আমাদের মতো গরিব মানুষদের খুব উপকার হয়।’

খাদ্য সহায়তা পেয়ে চরপাথরঘাটার দিন মজুর আনোয়ার হোসেন এ প্রতিবেদককে জানান, তিন ছেলে মেয়ে নিয়ে তাঁর অভাবের সংসার। মাঝে মধ্যে ভাড়ায় ব্যাটারীচালিত অটো রিকশাচালক চালান তিনি। অসুস্থ্যতায় তাও পারছেন না কয়েক সপ্তাহ ধরে। এই সময়ে খাদ্য সহায়তা পেয়ে ভালোই লাগছে। হাজী ছাবের আহমদ শুধু চেয়ারম্যান নয়, তিনি গরিবের বন্ধুও।’

চেয়ারম্যানপুত্র মো. সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম ও ফয়েজ এন্ড ছবুরা ফাউন্ডেশন এর মুখপাত্ররা বলেছেন, ‘পুরো চরপাথরঘাটা ইউনিয়নের দিনমজুর, অসহায় ও কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ওই খাদ্য সহায়তায় একদল স্বেচ্ছাসেবক টিম প্রতিটি এলাকার গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রথমে টোকেন দিয়ে এসেছেন। ফলে, ঝামেলামুক্ত পরিবেশে যে যার খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারছেন। এতে কোন সমস্যা হচ্ছে না।’

আলহাজ্ব ছাবের আহমেদ বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার যার সামর্থ্য অনুযায়ি অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তাঁরই অংশ হিসেবে কর্ণফুলী-আনোয়ারার অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের দিকনিদের্শনায় চরপাথরঘাটা ইউনিয়নের প্রায় ১৫ হাজার অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করতেছি। আমি মনেকরি এতে অসহায় মানুষদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। মানুষের জন্য আমার পরিবারেরর এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।’

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফয়েজ এন্ড ছবুরা ফাউন্ডেশন এর সদস্য হাজী মো. এরশাদ, মেসার্স মদিনা ফিস এর জি.এম সমীর বাবু, হাজী মোহাম্মদ মনছুর, চেয়ারম্যানপুত্র মো. সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, বাহার উদ্দিনসহ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button