প্রেস বিজ্ঞপ্তীর খবরঃ২১জানুয়ারী
চট্টগ্রামের ইপিজেড মোড়স্থ চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ (গভঃ রেজিঃ নং-৮৫৪৩) এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০ জানুয়ারি সোমাবর সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মোঃ জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মানীত চেয়ারম্যান লায়ন মোঃ মজিবুর রহমান কোম্পানী।
বিশেষ অতিথির আসনে ছিলেন কোম্পানীর ডেভেলপমেন্ট চীফ মোঃ এজাজুল হক খাঁন, সদস্য ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সদস্য মোঃ নাসির উদ্দিন, সহ-ডেভেলপমেন্ট চীফ মোঃ আলমগীর হোসেন সহ ব্যবস্থপনা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এ সময় হাজার হাজার আমানতকারী গ্রাহকদের উপস্থিতিতে সমাবেশে প্রধান অতিথি লায়ন মোঃ মজিবুর রহমান কোম্পানী তার দীর্ঘ ৪৫ মিনিট বক্তব্যে রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অবহিত করেন এবং রূপসার গ্রাহকদের জামানত ও গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য ঢৃড় আশাবাদ ব্যাক্ত বরেন।
তিনি এ সময় আরো বলেন, আমার জীবন চলে যেতে পারে কিন্তু কোন গ্রাহকের একটি টাকাও নিয়ে রূপসা দেউলিয়া হতে পারে না। যদি যাওয়ার থাকতো যখনি বড় কাল বৈশাখী ঝড় রূপসা উপর দিয়ে চলে গেছে তথনি রূপসায় তালা লাগিয়ে চলে যেতাম। গত ১৩ বছর যাবত রূপসা যেমন করে তিল তিল করে বড় হয়েছে আগামীতে এর চেয়ে আরো বড় হবে ।