Download WordPress Themes, Happy Birthday Wishes

বায়োস্কোপ ও ছাত্রবন্ধন উন্মুক্ত একটিভ দাবা ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে শুরু হচ্ছে শুধু মাত্র মহানগীর দাবাড়ুদের ২৭জানুয়ারী সন্ধ্যার মধ্যে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ যাচ্ছে

ক্রীড়া সংবাদঃ২৫জানুয়ারী
———————-

চট্টগ্রাম মহানগীর বায়োস্কোপ ও ছাত্রবন্ধন সংগঠন আয়োজিত উন্মুক্ত একটিভ দাবা প্রতিযোগিতা-২০২০ ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে শুরু হচ্ছে…।

এতে অংশনিতে শুধু মাত্র মহানগীর দাবাড়ুদের আগামী ২৭জানুয়ারী সন্ধ্যার মধ্যে নাম,ঠিকানা, ফোন এবং রেটিং যদি থাকে এন্ট্রি ফি-২০০(দুইশত)টাকা মাত্র ন্মিম ঠিকানায় -নিউ মার্কেটস্থ কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস (দোস্ত বিল্ডিং)নিচ তলা,ফোন-০১৯৪৭-৭০৬৭০৬ তৌফিক, সংগঠক-বাবলা,০১৯৭৯-৩৪৫৬১৫,মোঃ হানিফ’এর ’সাথে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ যাচ্ছে।

প্রতিযোগিতা টি ১দিনের একটিভ দাবা হিসেবে গন্য হবে।অথবা- বিকেশ নং-০১৯১৯-১৫৫১৫৫ নম্বরে নাম ওএন্ট্রি ফি জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

Print Friendly, PDF & Email