খেলা

ইংল্যান্ড ক্রিকেটের একটি যুগের অবসান ঘটল স্বীকার করলেন মঈন আলি

 

ঢাকা, ৬ নভেম্বর ২০২৩ (বাসস) : ভারতে চলমান বিশ্বকাপে ব্যর্থ মিশনের  পর ইংল্যান্ড ক্রিকেটের একটি যুগের অবসান ঘটেছে বলে মনে করেন দলটির অল রাউন্ডার মঈন আলি। শনিবার অস্ট্রেলিয়ার কাছে হারের পরই মুলত: বিশ^কাপ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শিরোপা অক্ষুন্ন রাখাল লক্ষ্য নিয়ে বিশ^কাপ মিশনে ভারত এসেছিল ইংল্যান্ড। কিন্তু  তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। এ পর্যন্ত সাত ম্যাচের  ছয়টিতেই পরাজিত হয়ে অবস্থান করছে পয়েন্ট তালিকার তলানীতে।
দলটির আশা শেষ হয়ে যায় আহমেদাবাদে  নিজেদের শেষ  ম্যাচে পাঁচবারের  বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে পরাজিত হয়ে।ে দুর্দান্ত একটি ওয়ানডে দলের এটিই সমাপ্তি কিনা- জানতে চাইলে  মঈন  বলেন ‘হতে পারে’।
তিনি বলেন,‘ দলটির ব্যাটিং বিভাগের আত্মবিশ^াসে ঘাটতি আছে এবং পুরো টুর্নামেন্টেই ভ্যর্থ হয়েছে।  তার মতে আগের দুটি ম্যাচে ইংলিশদের বোলিং বিভাগের বিছুটা উন্নতি হলেও ব্যাটিং বিভাগের ইতিবাচক কিছু দেখা যায়নি। মঈন বলেন,‘ সর্বশে দুটি ম্যাচে বোলিং কিছুটা ভালো করেছে।  তবে ইতিবাচক কিছুই নেই। আমরা পয়েন্ট তালিকার তলানিতে পড়ে আছি। বিশ^কাপের মতো আসরে মাত্র দুই পয়েন্ট নিয়ে তলানিতে পড়ে থাকা দলটির কাছ থেকে আমরা আর কতটাই বা আশা করতে পারি।’
এখন ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছেন মঈন। তার মতে ২০১৫  বিশ^কাপের ব্যর্থতাই দলটিকে নতুন করে পুনরুজ্জীবিত করেছিল। এবারো হয়তো এমনটাই ঘটবে বলে আশা তার। ইংলিশ অল রাউন্ডার বলেন,‘ এটিকে আমি সামনে এগিয়ে যাবার একটি রোমঞ্চকর মুহুর্ত হিসেবে দেখছি। কারণ (আমাদের) অনেক ভালো খেলোয়াড় আছে এবং আমরা জানি তারা আসছে।’
পরবর্তী বিশ^কাপের আগে চার বছরে যে কোন কিছু ঘটতে পারে বলে মনে করছেন মঈন। তিনি বলেন,‘ ২০১৫ সালেও আমাদের বিশ^কাপের পারফর্মেন্স ছিল খুুবই শোচনীয়। এরপর আমরা ফের নতুন করে শুরু করেছিলাম এবং রোমঞ্চকর ভাবে এগিয়ে গেছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button