Download WordPress Themes, Happy Birthday Wishes

বিজিএমইএ করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনে কাউন্সিলর সুমন পতেঙ্গায় করোনা হাসপাতালও পরিদর্শন করেন

নিজস্ব প্রতিবেদকঃ০৫জুলাই

চট্টগ্রাম সিটি কর্পোরেশন দক্ষিণ হালিশহর (সিমেন্ট হোস্টেল)সল্টগোলা এলাকায় বিজিএমইএ করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক,৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন।

তিনি গত ৪ জুলাই বিকেলে বিজিএমইএ করোনা আইসোলেশনের দায়িত্বশীল ডাক্তার, নার্স,সেবক ওয়ার্ড বয়দের সাথে দেখা করে সদ্য প্রতিষ্ঠিত বিশেষ এই হাসপাতালের কার্যক্রম দেখবাল করেন এবং আগত গার্মেন্টস শ্রমিক-এলাকার রোগিদের খোজঁখবর নেন।

তিনি বিশেষ করে দক্ষিণ হালিশহর তথা এই অঞ্চলের বসবাসরত শ্রমবীবীদের সঠিক ভাবে চিকিৎসা সেবা দিতে করোনা আইসোলেশনের দায়িত্বশীল ডাক্তার, নার্স এবং কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

একই সাথে কাউন্সিলর সুমন, পতেঙ্গায় নির্মিত করোনা হাসপাতালটি সরজমিনে পরিদর্শন করেছেন।

বিঃদ্রঃবিজিএমইএ করোনা আইসোলেশন সেন্টার টি গত ৩জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ উদ্বোধন করেছিলেন।

Print Friendly, PDF & Email