Download WordPress Themes, Happy Birthday Wishes

বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ‘এর’ ঈদুল আযহার শুভেচ্ছা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও পরোপকার শিক্ষা দেয় ঈদুল আযহা

নিজস্ব প্রতিবেদকঃ০১আগষ্ট

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এক বাণীতে দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,

ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে করোনা কালীন এই দুর্যোগ মুহূর্তে আসুন রাজনীতির উর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে আমরা আরো বেশি মানবিক হই। সাধারণ মানুষের পাশে আমাদের হাত প্রসারিত করি। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করি। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক পরিধান করি, নিজে সুস্থ থাকি এবং অন্যকে নিরাপদ রাখি।

ডা. শাহাদাত আরো বলেন, লোভ-লালসা,হিংসা-বিদ্বেষসহ মনের পশুকে পরাভূত করার বাণী নিয়ে আবারও এসেছে কোরবানির ঈদ। কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে।

কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।

তিনি বলেন, ‘শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও পরোপকার শিক্ষা দেয় ঈদুল আযহা।

Print Friendly, PDF & Email