Download WordPress Themes, Happy Birthday Wishes

দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতেঃ ইউনিসেফ

আন্তর্জাতিক ডেক্সঃ০৫আগষ্ট

দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে আছে বলে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ’র তথ্য জানাই । শুধু তাই নহে ঐ শিশুরা
যেকোনো সময় স্বাস্থ্য জটিলতায় পড়তে পারে বলেও মন্তব্য প্রতিবেদনে প্রকাশ করেন।।

বিদেশী বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেডিক্যাল জার্নাল ল্যানসেট শিশুদের স্বাস্থ্যবিষয়ক ইউনিসেফের এই পরিসংখ্যানটি দিয়েছে।
ল্যানসেটের ওই সমীক্ষায় বলা হয়, বিশ্ব জুড়ে ৬৭ লাখ শিশু করোনাভাইরাস মহামারির আর্থ-সামাজিক প্রভাবের কারণে তীব্র স্বাস্থ্য সমস্যার শিকার হবে।
এর অর্ধেক শিশুই দক্ষিণ এশিয়ার। অপুষ্টির কারণে শিশুদের ওই সমস্যাগুলো দেখা দেবে। ফলে শিশুরা খুব দুর্বল হয়ে পড়বে।
ইউনিসেফের জানায়, জরুরি পদক্ষেপ না নিলে চলতি বছর এমন শিশুদের সংখ্যা বেড়ে প্রায় ৫ কোটি ৭০ লাখে পৌঁছাতে পারে।

তাই সমস্যা মোকাবেলায় ২৪ কোটি ডলারের জরুরি তহবিলের আবেদন জানানো হয়েছে।
ইউনিসেফ’র মতে, ২০১৯ সালেও ৪ কোটি ৭০ লাখ শিশু তীব্র রুগ্নতায় ভুগেছে। এদের মধ্যে বাংলাদেশে ছিল এর পরিমাণ ছিল ১৭ লাখ।

Print Friendly, PDF & Email