Download WordPress Themes, Happy Birthday Wishes

এডিডিএস’র অবহিতকরণ ও প্রশিক্ষণঃ কাল সমাপনী-পুরস্কার বিতরণ

এনজিও সংবাদঃ০৮আগষ্ট

নগরীর( বন্দরটিলায় ৩৯নং ওয়ার্র্ড) সিইপিজেড জোনাল অফিসে এডিডিএস’র কার্যক্রম অবহিতকরণ-প্রশিক্ষণ সভার ২য় দিনে আন্তঃব্যক্তি যোগাযোগ ও প্রতিষ্ঠান-সংগঠন বিষয়ে বক্তব্য রাখেন মমতার এসপিও মোরশেদ আলম।

শনিবার সকালে প্রাথমিক স্বাস্থ্য-শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন প্রাচিকসের সহ-সাঃসম্পাদক ডাঃউদয়ন কান্তি মিত্র। পরিচালনায়ে ছিলেন-ভারপ্রাপ্ত নির্বাহি সম্পাদক-বাবুল হোসেন হোসেন বাবলা।

এসময় অন্যান্যর মধ্যে -শামসুল আলম ধ্রুব, সদস্য শাহেদুর রহমান শাহেদ,আসাদ,সৈয়দ আল-আমিন,মহিলা সদস্য তাসলিমা আক্তার নিশা ,সদস্য এম.এ দাউদ, ট্রেনার সদস্য শ্রী কণা দাশ প্রমুখ বক্তব্য রাখেন ।

কাল রোববার সমাপনী দিবসে দুপুরে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করবেন মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, সভাপতিত্ব করবেন-উপদেষ্টা পরিচালক-এম.এ হালিম। সংশ্লির্ষ্টদের সকাল ১০টার মধ্যে উপস্থিত থাকার জন্য এডিডিএস’পক্ষে যুগ্ন সম্পাদক আসাদ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন( প্রেস বার্তার খবর)।

Print Friendly, PDF & Email