Download WordPress Themes, Happy Birthday Wishes

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন অস্ট্রিয়ার ডমিনিক থিম

 

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন হলেন অস্ট্রিয়ার ডমিনিক থিম।

ফাইনালে আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয় পান তিনি।

২৭ বছর বয়সী থিম এর আগে তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে এই ম্যাচেও হারের পথে ছিলেন। কিন্তু শেষ দিকে ২৩ বছর বয়সী জেরেভ ছন্দ হারালে দুর্দান্তভাবে ম্যাচে ফেরেন তিনি।

২-৬ ৪-৬ ৬-৪ ৬-৩ ৭-৬ (৮-৬) সেটে থিম জেতার আগে দুজনই সার্ভে ব্যর্থ হন।

ম্যাচ শেষে থিম জেরেভকে বলেন, ‘আমরা দুজন যদি বিজয়ী হতে পারতাম, তাহলে ভালো লাগতো। দুজনেই এটা ডিজার্ভ করি।’

২০০৪ সালের ফ্রেঞ্চ ওপেনের পর থিমই প্রথম খেলোয়াড় যিনি দুই সেটে হেরে ঘুরে দাঁড়িয়ে শিরোপা নিলেন।

এবার করোনার জন্য টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন রাফায়েল নাদাল। রজার ফেদেরার আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি চলতি মৌসুমে আর কোর্টে নামবেন না। নোভাক জকোভিচ লাইন জাজকে ভুলবশত আঘাত করে বহিষ্কৃত হন টুর্নামেন্ট থেকে।

Print Friendly, PDF & Email