রাজনীতিশীর্ষ নিউজ

দেশবাসীর মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: গয়েশ্বর

আওয়ামী লীগ সরকারের হাত থেকে জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত বিএনপির লড়াই-সংগ্রাম চলবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এর আগে, সন্ধ্যায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জামিনে মুক্তি পাওয়ার পর নয়াপল্টনে আসলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে খন্দকার আবু আশফাক জেলখানা থেকে মুক্তি পেয়েছে। এটা একদিকে আনন্দের, আবার আনন্দের নয়। কারণ সারা জাতি আজকে বন্দি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনও বন্দি। আমার নেত্রী যেখানে বন্দি, সেখানে আমাদের সাময়িক মুক্তি- এটা মুক্তি না।

তিনি আরও বলেন, হয়তো আবার কয়েকদিন পরে জেলখানায় যেতে হবে। জনগণ এই ফ্যাসিবাদের হাত  থেকে চিরস্থায়ী মুক্তি চায়। আমরা জনগণকে মুক্ত করতে চাই, গণতন্ত্রকে মুক্ত করতে চাই, আমাদের নেত্রীকে মুক্ত করতে চাই। এই মুক্তি আমরা যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত করতে পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই-সংগ্রাম চলবে।

এসময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button