প্রযুক্তিসংগঠন সংবাদ

যশোর সদরে ১৫২ মন্দিরে স্থায়ী সিসি ক্যামেরা স্থাপন এমপি কাজী নাবিলের


মালিক উজ জামান, যশোর : যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের চিরতরে ধ্বংস করতে হবে। কখনো তাদের রাষ্ট্র ক্ষমতায় বসতে দেয়া যাবে না। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে তাদের রুখে দিতে হবে। শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধারা টিকিয়ে রাখতে হবে। দেশের সর্বস্তরের জনগণ সুখে-শান্তিতে রাখা সম্ভব হবে। কোনো অসম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলা থাকবে সম্প্রতিক সম্প্রদায়ের দেশ। কেউ সম্প্রদায়িকতার বীজ বুনতে পারবে না। কারো কোনো দুঃখ-কষ্ট থাকবে না। সবশ্রেণির মানুষ সমানতালে এগিয়ে যাবে। কেউ পিছনে পড়ে থাকবে না। দেশে টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সবাই সমান সুযোগ সুবিধা পাবে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) লালদিঘীর পাড়ে জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে সদর উপজেলার ১৫২টি মন্দিরে দূর্গাপূজা উপলক্ষ্যে আর্থিক অনুদান ও সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ ঘোষের সভাপতিত্বে এ সময় কাজী নাবিল আহমেদ আরো বলেন, গত পাঁচ বছরে সদর উপজেলায় ১২০০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। ২০০টি স্কুল কলেজে নতুন ভবন হয়েছে। ১৫০টির বেশি গ্রামীণ সড়ক পাকা হয়েছে। চার ও ছয় লেনের কাজ চলছে। যশোরকে তৃতীয় অর্থনৈতিক জোন করা হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামের পরেই যশোর হচ্ছে তৃতীয় অর্থনৈতিক শক্তি। তাই ঐক্যবদ্ধভাবে সবাইকে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিতে হবে।
অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের সদর শাখা সাধারণ সম্পাদক রবিন কুমার পাল ও পৌর শাখা সাধারণ সম্পাদক প্রদীপ কুমার নাথ বাবলুর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কাপুড়িয়া বাবলু। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, সদস্য এসএম রবি সিদ্দিকী, সদস্য কেরামত আলী মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক গাজী রাইয়ান মৌমন, শহর শাখা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ১৫২টি মন্দিরে ১৮ হাজার টাকা করে নগদ অর্থ দেন। তারপর আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরার উদ্বোধন করেন। এর আগে কাজী নাবিল আহমেদ শহরের সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়ের মূল ফটকের উদ্বোধনের পর বিদ্যালয়টি পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button