পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটিরস¤œানিত সভাপতি জনাব আলহাজ¦ এ. এইচ. এম. মনজুরের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিতহয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবুআহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্টি ব্যবসায়ীজনাব মোঃজাকারীয়া। অতিথি ছিলেন চরকানাই জন কল্যাণ সংস্থার সহ-সভাপতি জনাব মোঃআবু তৈয়ব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি রোকসানা আক্তার সাথী, অভিভাবক সদস্য যথাক্রমে মোঃ ফোরকান, মোঃআলমগীর, সুমিবড়–য়া। শিক্ষকবৃন্দের মধ্যে প্রধান শিক্ষিকা মিসেস মিতাশ্রী চক্রবর্ত্তী। সহকারী শিক্ষক যথাক্রমে মোঃআবদুল আলিম, দীপিকাপাল, হোসনে আক্তার, লিপিবড়–য়া, তাপসীবড়–য়া, আইরিনবড়–য়া। পিটিএকমিটিরযথাক্রমে কহিনুর আক্তার কলি, কুসুম আক্তার, জাবরিন আক্তার, নাসরিন আক্তার ও লুৎফুন্নাহার তালুকদার প্রমুখ।