হোসেন বাবলাঃ২৪নভেম্বর
চট্টগ্রাম ঔষধ ব্যবসায়ী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর’৫ম বার্ষিক উদযাপন অনুষ্ঠান ২৪ মঙ্গলবার দুপুরে পতেঙ্গাস্থ কে স্কয়ার-২হলে সংগঠনের সভাপতি খান মোহাম্মদ সাইফুলের সভাপতিত্বে এবং সাঃসম্পাদক মোঃএমরান হোসেন ও মোঃজামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায়ে আলোচনা সভা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রিয় নব-নির্বাচিত সদস্য হেকিম ও প্রভাষক মোঃ সেলিম রেজা, বিশেষ অতিথি ছিলেন ৪০নং ওয়ার্ড আঃলীগ সাঃসম্পাদক মোঃ জয়নাল আবেদীন চৌধুরী আজাদ,ইপিজেড থানা মহিলা আঃলীগ সভানেত্রী মিসেস শারমিন ফারুখ সুলতানা,প্রাচিকসের সাঃসম্পাদক মোঃ কামাল উদ্দিন, রতন কুমার দাশ, লায়ন সজল বড়ুয়া,ভবতোষ চৌধুরী,উপদেষ্টা পিকে দাশ ।
সম্মানিত অতিথি ছিলেন-বেক্সিমকোর এরিয়া ম্যানেজার মোঃ ইমরান,এস.কে.এফর মোস্তফা কামাল রুমন,ঔষধ কোং প্রতিনিধি-ফরিদুল ইসলাম, মোঃ আলাউদ্দিন ফারুখ,ব্যবসায়ী মোঃ মুনছুর আলম,বাবু সুধীর দাশ। আলোচনা সভা স্বাগত বক্তব্য রাখেন ম্যাগাজিন সম্পাদক পরিমল চন্দ্রদাশ,সহ-সাঃসম্পাদক মোঃ নাছির উদ্দিন, ডাঃ কেএম মাজহারুল হক, বাবু মিলন দাশ,আব্দুল কাদের জিলানী, সিরাজুল ইসলাম অপু,জসিমউদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন,করোনাতে প্রকৃত ঔষধ ব্যবসায়ীরা হচ্ছে সম্যুখ যোদ্ধা। এই প্রাথমিক সেবকদের আইনীস্বীকৃতি দিয়ে দেশ-সমাজের আরো স্চ্ছসেবা করার সুযোগ দিতে উচ্চ প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানান।
সভা শেষে অতিথি বৃন্দরা (চঔকোসোলি)’র ৬ষ্ঠ বর্ষ পদার্পনের ম্যাগাজিন বই স্পন্দনের মোড়ক উন্মোচন করেন।