গত ২৪ নভেম্বর সাতকানিয়ার চরখাগরিয়া আর্শ ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মঞ্জুর আলম ফরাজী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেরানী হাট মা ও শিশু হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা নাঈমুল ইসলাম, আতিকুর রহমান বাবুল, মঈনুল ইসলাম, জসিম উদ্দিন, মোঃ মারুফুল ইসলাম, মোঃ ইফতেখারুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আর্শ ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত ক্যান্সার ও বিভিন্ন জটিল রোগীদের নিরাময়ের জন্য সহযোগীতামূলক একটি প্রতিষ্ঠান। ইহা সার্বক্ষণিকভাবে ক্যান্সার রোগীদের রোগ নিরাময়ের জন্য আর্থিকভাবে সহযোগিতা প্রদান করবেন। উক্ত এলাকাসহ সকল পেশার মানুষকে আর্শ ফাউন্ডেশনের কর্মকা-ে সহযোগিতা করার জন্য উদাত্ত্ব আহ্বান জানান।