বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলী কারখানার সাবেক অবসরপ্রাপ্ত কর্মচারী ও কৈবল্যধাম আবাসিক ও-ব্লকস্থ আয়েশা সিদ্দিক ( রাঃ) জামে মসজিদ পরিচালনা পরিষদের উপদেষ্টা, বি – বাড়ীয়ার নিবাসী, কৈবল্যধাম আবাসিক এলাকার ও-ব্লক এর বাসিন্দা মরহুম রসমত আলীর ২য় পুত্র মোহাম্মদ আলী ( ৭০) গত ২৪ নভেম্বর রাত ৭ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ৃৃৃ…………… রাজেউন। ২৫ নভেম্বর সকাল ৯ টায় পি-ব্লক কোয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা আবদুল আলীম। জানাজা শেষে কৈবল্যধাম কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। মৃত্যু আগ পর্যন্ত কৈবল্যধাম আবাসিক এলাকায় প্রতিদিন ও পবিত্র রমজান মাসে ভোররাত শীত,বর্ষা, ঝড়, তুফান উপেক্ষা করে কাফেলার দায়িত্ব পালন করে। সকলের জনপ্রিয় একজন নিয়মিত নামাজি ছিলেন। মরহুমের মৃত্যুতে ইসলামি ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের মৃত্যুতে কৈবল্যধাম আবাসিক এলাকার হাজারো লোক জানাজায় অংশগ্রহণ করে। মৃত্যুকালে ৪ পুত্র, ৩ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতী, নাতনী সহ অনেক আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।