
সুপার থ্রি পর্বের জমজমাট লড়াই শুরু হচ্ছে আজ।’
হকি কেন্দ্র প্রশিক্ষণার্থীদের বার্ষিক মান নির্ণয়ের আয়োজন, ২২তম স্কুল হকি লীগে পয়েন্ট তালিকার তিন শীর্ষস্থানীয় দল নিয়ে আজ থেকে শুরু হচ্ছে লীগ শিরোপা নির্ধারণী সুপার থ্রী পর্ব। আজ বিকেল ৩:০০ ঘটিকায় লীগ শিরোপা প্রত্যাশী জে.এম.সেন স্কুল এন্ড কলেজ মোকাবেলা করবে চসিক হাতেখড়ি স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে। সুপার থ্রী পর্বের অপর দল স্বাগতিক চসিক মিউনিলিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ।