আঞ্চলিকশীর্ষ নিউজ

যশোর ডিবিরঅভিযান ৫৫ বোতল ফেন্সিডিল ৯৫ ইয়াবাদেড় কেজি গাজাসহ আটক ৬

 


মালিক উজ জামান, যশোর : যশোরজেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ৫টিপৃথকসফলঅভিযানে৫৫ বোতল ফেনসিডিল, ৯৫ পিচইয়াবাট্যাবলেট, ১ কেজি ৫০০ গ্রামগাঁজাএবং ১টি মোটরসাইকেলউদ্ধারকরাহয়েছে একই সাথে গোয়েন্দা পুলিশমাদককারবারেজড়িত থাকায় ৬জনকে আটককরেছেন।
যশোরের অতিরিক্ত পুলিশসুপার মো: বেলাল হোসাইন প্রেসব্রিফিংয়েবলেন, ডিবি যশোরেরএসআই(নিঃ)শেখআবুহাসান, এএসআই(নিঃ)৫১০ মোঃআমিরুলইসলাম, এএসআই(নিঃ)৫৩৮ মোঃনাজমুলইসলামএএসআই(নিঃ)৮৭১ মোঃআজাহারুলইসলাম ও ফোর্সেরসমন্বয়ে একটা চৌকসটিমযশোরশার্শা থানাএলাকায়অভিযানে ৬ মে বেলা সোয়া ১টা দিকে যশোর জেলারশার্শা থানাধীনজামতলাবাজারেররাকিববিশ্বাস (২৭) (পিতা-গোলাম মোস্তফা) এর সার-কিটনাশক দোকানেরসামনেপিচেররাস্তারউপরহইতেআসামীমুকুল হোসেন (৩২)কে ২০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিলবহনকারীএকটি মোটরসাইকেলসহআটককরে। আটকমুকুল বেনাপোল পোর্টথানারপুটখালীঈদগাহপাড়ার কেসেরের ছেলে।উদ্ধারকৃত আলামতেরমূল্য ১লাখ৬০ হাজারটাকা।
এ ঘটনায়এএসআই(নিঃ) মোঃআমিরুলইসলামবাদীহয়েশার্শা থানায়এজাহার দায়েরকরেন।
একই দিনেঅপর এক অভিযানেডিবিযশোরেরএসআই(নিঃ)মোঃনুরইসলাম, এএসআই(নিঃ)সৈয়দ শাহিনফরহাদ, এএসআই(নিঃ) ১২৯৪ মোঃশফিউলইসলাম ও ফোর্সেরসমন্বয়ে একটা চৌকসটিমযশোর বেনাপোল থানাএলাকায়অভিযানচালায়। এদিনবিকাল৬টা ১০ মিনিটেরসময় বেনাপোল পোর্ট থানাধীনকাগমারীগয়ড়া রোডস্থ জনৈকআনসারআলীরবাড়িরসামনেপাকারাস্তারউপরহইতেআসামীআব্দুররহিম (৩৮) কে ৩৫ বোতল ফেন্সিডিলসহআটককরে।আটকআসামী বেনাপোল পোর্টথানার পোড়াবাড়ীনারায়নপুরেরআক্কাসআলীর ছেলে। উদ্ধারকৃতমাদক দ্রব্যেরমূল্য ১লাখ৫হাজারটাকা।
এএসআই(নিঃ) সৈয়দ শাহিনফরহাদ বাদীহয়েএ বিষয়েবেনাপোল পোর্ট থানায়মামলাকরেন।
ডিবিযশোরেরএসআই(নিঃ)মোঃরইচআহমেদ, এএসআই(নিঃ) ইমদাদুলহক, এএসআই(নিঃ)গৌরাঙ্গ কুমারমন্ডল, এএসআই(নিঃ)/ইপিবালা ও ফোর্সেরসমন্বয়ে একটা চৌকসটিমযশোর কোতয়ালী থানাএলাকায়অভিযানচালায়। ৬ মেবেলা পোনেচারটাএবং৪টা ২৫ মিনিটেযশোরশহরের এমএমকলেজের দক্ষিণপার্শ্বে জনৈকমনির এর মালিকানাধীন রোজা টেলিকম এর সামনেপাঁকারাস্তারউপরএবং কোতয়ালী থানাধীন রেলগেটপশ্চিমপাড়ায় দ্ইুঅভিযানে ৪০ পিচইয়াবাট্যাবলেট ও ৫০০গ্রাম গাঁজাসহতিনমাদককারবারিকেআটককরে। জোসনা বেগমেরবসত ঘর হইতেআসামীরেলগেটপশ্চিমপাড়ারমৃত মোহাম্মদ আলীর ছেলেশহীদুলইসলাম(৪৯), ২। রুস্তমআলীর ছেলেসাইফুলইসলাম(৩৮), মতলেব শেখের মেয়েজোসনা বেগম (৩৯)কে আটককরে। তার স্বামীরনামশহীদুলইসলাম।উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২৮হাজার টাকা।
এ বিষয়েএএসআই(নিঃ) ইমদাদুলহকবাদি হয়ে কোতয়ালীমডেলথানায়এজাহার দায়েরকরেন।
৭মে ডিবিযশোরেরএসআই(নিঃ) মোঃ সোলায়মানআক্কাস, এএসআই(নিঃ)৫১০ মোঃআমিরুলইসলাম, এএসআই(নিঃ)৫৩৮ মোঃনাজমুলইসলামএএসআই(নিঃ)৮৭১ মোঃআজাহারুলইসলাম ও ফোর্সেরসমন্বয়ে একটা চৌকসটিমযশোর কোতয়ালী থানাএলাকায়অভিযানচালায়। এদিন বেলা পোনে ১২টার দিকেশহরেরখড়কীকলাবাগানপাড়ায়জনৈকসাইদুররহমান @ সৈয়দ আলী(৪২) এর চায়ের দোকানেরমধ্যে হতেএক কেজিগাঁজাসহতাকেআটককরে। সেওই এলাকারছদরআলী মোড়লের ছেলে।উদ্ধারকৃত গাঁজারমূল্য ৬০হাজারটাকা।
এ বিষয়েএএসআই(নিঃ) মোঃআজাহারুলইসলামবাদীহয়ে কোতায়ালী থানায়এজাহার দায়েরকরেন।
এদিনডিবিযশোরেরএসআই(নিঃ) মোঃ সোলায়মানআক্কাস, এএসআই(নিঃ)মোঃশফিউররহমান ও ফোর্সেরসমন্বয়ে একটা চৌকসটিমযশোর চৌগাছা থানাএলাকায়অভিযানচালায়।এদিনবিকাল পোনে ৬টার দিকে আন্দুলিয়াপূর্বপাড়াহতেজুবায়েরআহম্মেদ(৩৮) কে ৫৫ পিচইয়াবাট্যাবলেটসহআটককরে। সে আন্দুলিয়াপূর্বপাড়ারশাহানুররহমানের ছেলে। উদ্ধারকৃত ইয়াবারমূল্য সাড়ে১৬হাজারটাকা।
এ বিষয়েএএসআই(নিঃ) মোঃশফিউররহমানবাদি হয়ে চৌগাছা থানায়এজাহার দায়েরকরেন।

‘ডেভিল ব্রেথ’ চক্রের ৫ সদস্য আটককরলোযশোরডিবিপুলিশ
মালিক উজ জামান, যশোর : ‘ডেভিল ব্রেথ’বাশয়তানেরনিঃশ্বাসেরমাধ্যমে প্রতারনাকরেআসছিলএকটি চক্র। যশোরডিবিপুলিশ৭মে রবিবারএই চক্রেরপাঁচসদস্য কে আটককরেছে। এদেরমধ্যে রয়েছেন৩ জন ইরানি নাগরিক।
ঘটনারবিবরনেজানা গেছে, বিগত৮ এপ্রিলযশোর জেলারঅভয়নগর থানাধীনবর্ণীহরিশপুরবাজারেজনৈকজালাল মোল্লারমার্কেটে বাদীশরিফুলইসলামের‘মরিয়ম স্টোর’ নামকমুদিখানা দোকানে মোবাইলব্যাংকিং(বিকাশ,নগদ,রকেট,সিউরক্যাশ,উপায়) সহ মোবাইলরিচার্জের দোকানেরসামনেএকটাপ্রাইভেটকার থামিয়েঅজ্ঞাতনামা ৩/৪ জন লোকনামে। এদেরমধ্যে ২জন লোক দোকানেপ্রবেশকরে। তাদেরএকজনেরমাথায়টুপি, মুখেমাক্স, প্যান্ট, শার্ট পরিহিতছিল। টুপিপরিহিত লোকটি ৫০ উর্দ্ধ বয়সিএবং দোকানেআসা লোকগুলোআরবীভাষায়কথাবলছিল। নারিকেল তৈল ক্রয়ের কথাবলেতারাদোকানেপ্রবেশকরে। এরপর দোকানদারেরবাবার সাথে হ্যান্ড-শেককরেএবংমানিব্যাগ থেকে টাকা বেরকরেতার মুখেরকাছে নেয়। এতে তিনিজ্ঞানশূন্য হয়েপড়েন।আগতলোকগুলোদোকানে থাকানগদ প্রায় ৬লাখটাকানিয়েচলেযায়। ঐ দোকানদারএ ঘটনায়অভয়নগর থানায়একটিমামলাকরেন।মামলা নং-১০, তাং-০৫/০৫/২৩, ধারা- ৩২৮/৩৮০ পেনাল কোডরুজু হয়।
ঘটনাটিচাঞ্চল্যেরসৃস্টি করেএবংজনমনে তোলপাড়ফেলে। ফলেযশোরজেলারপুলিশসুপারপ্রলয়কুমার জোয়ারদার জেলা গোয়েন্দা শাখাডিবি কে ঘটনাটির তদন্তেরভার দেন। ডিবিঅফিসারইনচার্জ রুপনকুমারসরকারেরতত্ত্বাবধানেমাঠেনামেডিবিরএলআইসিটিম। ঘটনাস্থলের সিসিক্যামেরারফুটেজসংগ্রহকরেপ্রাইভেটকারের রেজিষ্ট্রেশন নম্বরের সূত্রধরেআসামীদেরনামঠিকানা শনাক্ত করেন। এলআইসিটিমেরকনষ্টেবলআব্দুলবাতেনপ্রতারক চক্রকে সনাক্ত করেকর্মকর্তাদেরজানায়।ডিবিরএসআইনূরইসলাম ও মামলারতদন্তকারীকর্মকর্তাএসআইবিমানতরফদারের নেতৃত্বে৭ মেতারিখশেষ বিকালেঢাকারভাটারা থানাএলাকাহতেঘটনায়জড়িতদুইআসামী খোরশেদ আলম (৫৩) ও সাইদুলইসলামবাবু (৩৫) কে আটকেসক্ষমহন। তাদের দেওয়াতথ্য মতেযশোরেরসিটিপ্লাজাহতে একই দিনরাত ১০টা ২০মিনিটের দিকে ঘটনায়জড়িতআসামীইরানীনাগরিকখালেদ মাহবুবী (৫৪), ফারিবোরয্মাসুফি (৫৭) ও সালারমাহবুবী (১৬) কে গ্রেফতারকরেন। এসময়তাদের দখলহতেপ্রতারনারবিভিন্নআলামতওজব্দকরেডিবিপুলিশ।উদ্ধারকৃত আলামতেরমধ্যে রয়েছে, একটিপ্রাইভেটকার, ৪,৩৫৯ মার্কিনডলার, ৩২৫ ইন্ডিয়ানকারেন্সি, ১৮,৮০,০০০ ইরানিকারেন্সি, ১০০০ ইরাকেরকারেন্সি, ১৮৫ নেপালীকারেন্সি, ১০০০ ভিয়েতনামেরকারেন্সি, নগদ ৫৪,৭০০ টাকা, পাসপোর্ট৩ টা, মোবাইল সেট ৭টা, আইডিকার্ড ২টা, অজ্ঞানকরারপারফিউম২ টাএবংসিসিক্যামেরারফুটেজে শনাক্ত শার্ট১ টা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button