চন্দনাইশের অন্যতম সামাজিক ইউনাইটেড ইয়ুথ ক্লাব এর পৃষ্ঠপোষক সদস্য, মধ্যম হাশিমপুর মোজাহেরপাড়া মরহুম আহমদ নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, সৌদি আরব প্রবাসী শাহেদ শাহ স্বদেশে প্রত্যর্বতন করায় ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান গত ৯ জানুয়ারী শুক্রবার, চন্দনাইশ উত্তর হাশিমপুর সৈয়দাবাদ কার্য্যালয়ে ক্লাবের সভাপতি মোস্তাফা কায়ছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদী, শাহেদ শাহ, হেলাল উদ্দিন, আমিনুল ইসলাম রুবেল, মুহাম্মদ হিরু, সাংগঠনিক সম্পাদক এস আই বাবু, প্রচার ও শিক্ষা সম্পাদক শাহাদাত হোসেন মুরাদ, শিহাব, মফিজ, তাহামিদ, হাসিব, হাফেজ আবদুল কাদের, মামুনুর রহমান, তানভীর, আরফাত, মাসুদ প্রমূখ।