মহান মুক্তিযুদ্ধের অন্যতম রুপকার ও সংগঠক এম এ আজিজ’র ৫০তম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য জননেতা এম. এ. লতিফ’র পক্ষে দলীয় নেতৃবৃন্দ ১১ জানুয়ারি সকাল ১১.০০ টায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, লবণ শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক মোঃ আবদুল মন্নান, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ হোসেন, যুবলীগ নেতা সালাহ উদ্দিন বাবর ও মোঃ স্বপন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এম. এ. লতিফ এমপি উন্নত চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন।