Download WordPress Themes, Happy Birthday Wishes

হাবিব-শিফার পরিচয় ৮ মাসের, বিয়ে করেছেন ৩ মাস আগে

মডেল আফসানা চৌধুরী শিফার সঙ্গে ঘর বেঁধেছেন হাবিব ওয়াহিদ। এটি তার তৃতীয় বিয়ে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সামাজিক মাধ্যমে বিয়ের খবরটি জানিয়েছেন তিনি।

বিয়ের খবর প্রকাশ করার পর হাবিব জানান, শিফার সঙ্গে ঢাকায় তার পরিচয় ৮ মাস আগে। এরপর বন্ধুত্ব থেকে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আর বিয়ে করেছেন আরও তিন মাস আগে।

হাবিবের কথায়, বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা ছিল না। এটি নিয়ে তিক্ত অভিজ্ঞতা তো আর কম হলো না। আবার এটাও ঠিক, জন্ম-মৃত্যু আর বিয়ে তো উপরওয়ালা থেকে নির্ধারিত। তা না হলে, শিফার সঙ্গে আমার পরিচয়ই হতো না।

শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। শোবিজের সঙ্গেও যুক্ত আছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তখনই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন ওঠে।

এর আগে ২০০৩ সালে হাবিব প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়। এরপর ২০১১ সালে চট্টগ্রামের মেয়ে রেহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই গায়ক। ২০১৭ সালের ১৯ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়ে যায়।

Print Friendly, PDF & Email