Download WordPress Themes, Happy Birthday Wishes

৫০ দেশে ছড়িয়ে পড়েছে করোনার সেই নতুন রূপ

বিশ্বের কমপক্ষে ৫০ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত সেই অধিক সংক্রামক করোনাভাইরাসের নতুন রূপটি।

মঙ্গলবার বিশ্বস্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন’র।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার এ নতুন রূপ খুব দ্রুত ছড়ালেও এটি যে আরও মারাত্মক বা অন্য রোগের কারণ হতে পারে তার কোনও প্রমাণ এখনও মেলেনি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার ওই সাপ্তাহিক রিপোর্টে বলা হয়, ডিসেম্বরের ১৪ তারিখে প্রথম আবিস্কার হওয়া নতুন এই রূপ ৫০টি দেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে। যুক্তরাজ্যের এই নতুন স্ট্রেইন দেশটির প্রায় সব এলাকাতেই মিলেছে।

বিশ্বব্যাপী প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ১৯ লাখ ৬৮ হাজারের বেশি হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন নয় কোটির বেশি।

Print Friendly, PDF & Email