শীর্ষ নিউজসংগঠন সংবাদ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ড্যাবের কর্মসূচি

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

কর্মসূচিগুলোতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ড্যাবের সর্বস্তরের নেতাকর্মীদের অনুরোধ করেছেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।

কর্মসূচির মধ্যে রয়েছে- আজ বুধবার রাত ৯টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে শীতবস্ত্র বিতরণ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এরপর বৃহস্পতিবার সকাল ১০টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন।

একইদিনে সকাল ১০টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বৃহস্পতিবার মগবাজারের ড্যাব কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল।

এরপর শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button