Download WordPress Themes, Happy Birthday Wishes

৩৬নং ওয়ার্ডের নিমতলা ও ফকিরহাট এলাকায় মোর্শেদ আলী’র গণসংযোগ

প্রেস বিজ্ঞপ্তীঃ২১জানুয়ারী
বন্দরথানাধীন ৩৬নং গোসাইলডাঙ্গা-নিমতলা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ মোর্শেদ আলী’র লাটিম সমর্থনে নিমতলা-ফকিরহাট এলাকায় গণসংযোগ ও পথসভা কর্মসূচি ২১ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
একই দিন সকালে মোঃ মোর্শেদ আলী ওয়ার্ডের নিমতলাস্থ খালপাড়(তালতলা) এলাকায় ঘরে ঘরে গিয়ে লাটিমের সমর্থনে গণসংযোগ করে প্রচার পত্র বিলি করেন।

এসময় প্রবীন আওয়ামী লীগ নেতা আবুল ফয়েজ ,মোঃ জাকির,মোঃ সামিম ,সমাজসেবী মোঃ ইউসুপ আলী,মোঃ ফিরোজ খান, ইকবাল,ফারুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কাউন্সিলর প্রার্থী মোঃ মোর্শেদ আলী’র লাটিম সমর্থনে এলাকার সর্বস্তরের জনগণের সমন্বয়ে এক মতবিনিময় নিমতলাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়

কাউন্সিলর প্রার্থী মোঃ মোর্শেদ আলী’র লাটিম সমর্থনে ৩৬নং ওয়ার্ডের অবশিষ্ট অংশে শুক্রবার গণসংযোগ করবেন বলে পরিচালনা এজেন্ট সূত্রে জানাই।

Print Friendly, PDF & Email