প্রেস বিজ্ঞপ্তীঃ২১/০২/২১ইং
২১শে ফেব্রুয়ারী ভাষা ও মহান শহীদ দিবস উদযাপনে পতেঙ্গা থানা শিকড় ফাউন্ডেশন অল্প পরিসরে প্রভাতফেরী,শ্রদ্ধা নিবদেন এবং পথসভা করেছে স্টীল মিল শহীদ মিনারে ।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি আলী ফজল,সাঃসম্পাদক-এম.এ হালিম রানা, প্রচার সেক্রেটারী-ফারহানা ইসলাম রোশনী,সাংস্কৃতি সম্পাদক-নাজমুল হুদা রনি,আরিফ মাহমুদ সামিম,আব্দুল্লাহ আল সাইমন প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়া ৪০নং ওয়ার্ড যুবলীগ নেতা নজরুল ইসলাম মিন্টু,প্রাক্তণ ছাত্রলীগ নেতা সমীর মহাজন(লিটন),প্রাক্তণ যুবলীগ নেতৃবৃন্দর মধ্যে মোঃ হানিফ, মোঃ নাছির,দেলোয়ার হোসেন, লায়ন মোঃমনির উদ্দিন, আলোরপথে-যুব সাহিত্য ফোরাম-চট্টগ্রাম,এডিডিএস এবং কয়েকজন সচেতন নাগরিক কে ব্যক্তি উদ্যোগে মহান ভাষা দিবস ও শহীদ দিবস উদযাপনে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেছে।