গঠন ও কল্যাণমুখী চিন্তা প্রতিটি জীবনবে গড়ে তুলে মহীয়ানরূপে
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখার স্টুডেন্ট কনফারেন্স ও প্রতিনিধি সম্মেলন গত ৬ মার্চ শনিবার সকাল ১০ টায় মোমিন রোডস্থ দলীয় কার্যালয়ে কনফারেন্স মুহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে কনফারেন্স প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ মোবারক হোসাইন ও জুনাইদ জাকীর যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত, নাতে রাসূল, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখার সাবেক সভাপতি মুহাম্মদ ফরিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ খোরশেদুল আলম সুমন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ আমির হোসাইন। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, সৈয়দ মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন মাসুম, দপ্তর সম্পাদক ইয়ার মোহাম্মদ জামশেদ, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক মোঃ আসিফুর রহমান। প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ সাজ্জাদ হোসাইন কে সভাপতি, মুহাম্মদ শফিউল করিমকে সাধারণ সম্পাদক, মোবারক হোসাইনকে সাংগঠনিক সম্পাদক ও জুনাইদ জাকীকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ২০২১-২০২২ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। সভায় বক্তারা বলেন, গঠন ও কল্যাণ মুখী চিন্তা প্রতিটি জীবনকে গড়ে তুলে মহৎ ও মহিয়ান রূপে আর যখন মিথ্যার মোকাবেলায় সত্যর আগমন ঘটতে থাকে তখন মিথ্যা তার চূড়ান্তরূপে বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। নেতৃবৃন্দরা অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।