ক্রীড়া প্রতিবেদনঃ৩১মার্চ
মুজিব শতবর্ষ উপলক্ষে ৯ম বাংলাদেশ গেম্স জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের আয়োজনে“র্যাপিড চেস ২০২১” দাবা প্রতিযোগিতা এম. এ আজিজ ষ্টেডিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে ৪ জন পুরুষএবং২জন মহিলা খেলোয়াড় মনোনিত হয়েছেন। পুরুষ খেলোয়াড় – ১। আব্দুল মালেক ২। রাফি ইসলাম, ৩। কুতুব উদ্দিন ৪। মো. সবুজুর রহমান, মহিলা খেলোয়াড়- ১। তনিমা পারভিন ২। তাসফিয়া তাহসিন প্রিমা
প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক সিটি মেয়র এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ.জ .ম নাছির উদ্দিন।
উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর, কোষাধ্যক্ষ নোমান আল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মো. শাহজাহান, ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে সহ জেলা জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির সদস্য এবং চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিÍত ছিলেন