নিজস্ব প্রতিবেদকঃ০৭এপ্রিল
দেশে সাম্প্রতিক করোনা আক্রান্তের সংখ্যা আশংকাজনক ভাবে বৃদ্ধিতে সংকটময় পরিস্থিতিতে নগরীর ইপিজেড থানা পুলিশের উদ্যোগে থানা এলাকার বিভিন্ন মসজিদ ,মাদ্রাসা, মন্দির,গির্জাও প্যাগোডায় বিপুল পরিমান বিতরণ করেন।
বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)উৎপল বড়ুয়া,ওসি তদন্ত মোহাম্মদ হোসাইন এবং সেকেন্ড অফিসার মোঃ সাজেদুল ইসলাম(সাজেদ কামাল)। গত ৫এপ্রিল থানার সন্নিকটে বন্দর উন্নয়ন জামে মসজিদের ইমামের হাতে মাস্ক তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন থানার-ওসি উৎপল বড়ুয়া ।
বিতরণ কালে ওসি উৎপল বলেন,মহামারী করোনা প্রতিরোধে বর্তমানে বিশ্ব স্বীকৃত বার্তা মাস্ক পরিদান ও হাতধোয়া কর্মসূচি। এই দুটি কার্যক্রম নিয়মিত পালন এবং স্বাস্থ্য বিধিমেনে চললে করোনা প্রতিরোধ কিছুটা সহনীয় হবার সম্ভবনা ।
তাই আসুন সচেতন হই-নিজে বাঁিচ অপর কে বাচাঁতে সাহার্য্য করি।