শীর্ষ নিউজ

আষাঢ়ের প্রথম দিনে রাজধানীতে বৃষ্টির আভাস

 

বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের শুরুর দিন আজ। সকাল থেকেই রাজধানীর আকাশে দেখা মিলেছে মেঘের, কিন্তু বৃষ্টি নেই। তবে বাতাস বইছে, এ বাতাসে ‘বৃষ্টির সুবাস’ হয়তো কিছুটা আছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলে বৃষ্টি হচ্ছে। দিনভর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস আছে। আবহাওয়া অফিস বলছে, আজ রাজধানীতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।

এর আগে, গতকাল বুধবার যশোর ও খুলনায় তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের নানা প্রান্তে বয়ে যায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে- ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ দিনভর রাজধানীর আকাশ মেঘলা থাকার পাশাপাশি সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button