বিশেষ খবর

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ

চলতি বছর হজের ব্যয় বৃদ্ধি পাওয়ায় হজযাত্রীদের বিমান ভাড়া ৪৭ হাজার ৭৭৯ টাকা কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

কমিটি হজযাত্রীদের বিমান ভাড়া হিসেবে নির্ধারিত ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করে। একইসঙ্গে হজযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সুপারিশ করে। এছাড়া হজের মেডিকেল টিমে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ ডাক্তারদের প্রেরণের সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী। কমিটি সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম, রত্না আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালকসহ ধর্ম মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button