সংগঠন সংবাদ

বোয়ালখালীতে শ্যামা পূজা উপলক্ষে বীণাপাণি সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

বোয়ালখালীতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও দীপাবলী উপলক্ষে বীণাপাণি সংগঠনের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১ অক্টোবর ২০২৪) বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডস্থ একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের বাড়ি ছন্দারিয়া গ্রামে শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও দীপাবলী উপলক্ষে বীণাপাণি সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস ও জয়শ্রী দাস এর সঞ্চালনায় উপস্থিত দর্শকদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীণাপানি সংগঠন এর সভাপতি বাবলু দাস, সুপ্রিয়া দাস এর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর একে একে শ্যামা সংগীত, বাউল গান, ফোক গান, গজল, বিচ্ছেদ, আধুনিক ও ধর্মীয় গান গেয়ে মঞ্চ মাতালেন বাউলশিল্পী মোজাহের ইসলাম, সংগীতশিল্পী নূরে ইফতি খাইরুন্নেছা মাহিয়া, আধুনিক ও গজল শিল্পী মোঃ আবসার, শিল্পী প্রিয়াঙ্কা দাস, শিল্পী টিংকু রানী দেবী, শিল্পী সাগর আচার্য্য, শিল্পী কালিপদ দাস, শিল্পী অপু দেবনাথ, বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন কিবোর্ডিস্ট শামসুল হায়দার তুষার, অক্টোপ্যাড টিটু দাস, তবলায় লিটন শীল, নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নৃত্যশিল্পী অর্পিতা ঘোষ, রাধিকা দাস, অদিতি দাস মৃত্তিকা, জপশ্রী দাস, নন্দিনী দাস, সুপ্রিয়া দাস, প্রমূখ
উল্লেখ্য হাজার সংখ্যক দর্শক শ্রোতার উপস্থিতিতে প্রানবন্ত হয়ে ওঠে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি  উক্ত অনুষ্ঠান সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১১টায় সমাপ্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button