খেলা

ডিসেম্বরের পর লিগে প্রথম হার সিটির, টেবিলের শীর্ষে লিভারপুল

 

ঢাকা, ৩ নভেম্বর ২০২৪ (বাসস) : গত বছরের ডিসেম্বরের পর প্রিমিয়ার লিগে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। বোর্নমাউথের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে নিউক্যাসলের কাছে আর্সেনাল ১-০ গোলে পরাজিত হওয়ায় লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে লিভারপুল।

এর আগে লিগে টানা ৩২ ম্যাচে অপরাজিত ছিল সিটিজেনরা। গত বছর এ্যাস্টন ভিলার কাছে সর্বশেষ পরাজিত হয়েছিল পেপ গার্দিওলার দল।

এর আগে ২১ বারের মোকাবেলায় চেরিসরা কখনই সিটিকে হারাতে পারেনি। এর মধ্যে ১৯টি ম্যাচেই তারা পরাজিত হয়েছে। তারপরও আন্ডোনি ইরায়োলার দল সিটির টানা পঞ্চম শিরোপা জয়ের পথে অন্যতম বড় অঘটনের জন্ম দিতে কোন ভুল করেনি।

এক ম্যাচ আগেই বোর্নমাউথ ভিটালিটি স্টেডিয়ামে আর্সেনালকে ২-০ গোলে পরাজিত করে হইচই ফেলে দিয়েছিল। গত বুধবার লিগ কাপে টটেনহ্যামের কাছে পরাজিত হবার পর গার্দিওলা দাবী জানিয়েছেন তার দলের ফিটনেস সমস্যা দলকে ভোগাচ্ছে।

৯ মিনিটে মিরোস কারকেজের ক্রসে উইঙ্গার এন্টোনি সেমেনিও সিটি গোলরক্ষক এডারসনকে পরাস্ত করেন। ৬৪ মিনিটে আবারো কারকেজের ক্রসে বোর্নমাউথের ব্যবধান দ্বিগুন করেন এভানিলসন। ৮২ মিনিটে জাসকো গাভারডিওলের হেডে এক গোল পরিশোধ করে সিটি। কিন্তু চারদিনে দ্বিতীয় পরাজয় এড়াতে এই গোল যথেষ্ঠ ছিলনা।
ম্যাচ শেষে হতাশ গার্দিওলা বলেছেন, ‘আমাদের দলে এমন অনেক খেলোয়াড় রয়েছে যারা এখনো এক মিনিটও মাঠে নামতে পারেননি। যে কারনে দলের ভারসাম্য নিয়ে আমি কিছুটা অস্বস্তিতে রয়েছি। আজ আমরা পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছি।’

এদিকে দিনের আরেক ম্যাচে সেন্ট জেমস পার্কে চতুর্থ স্থানে থাকা আর্সেনালকে ১-০ গোলে পরাজিত করে হতাশ করেছে নিউক্যাসল। এন্থনি গর্ডনের নিখুঁত ক্রস থেকে আলেক্সান্দার ইসাক ১২ মিনিটে জয়সূচক গোলটি করেছেন।

এ্যানফিল্ডে ব্রাইটনের কাছে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। ১৪ মিনিটে ফার্ডি কাডিওগ্লু ব্রাইটনকে এগিয়ে দেন। ৬৯ মিনিটে কোডি গাকপো লিভারপুলকে সমতায় ফেরান। তিন মিনিট পর মোহাম্মদ সালাহর কার্লিং ফিনিশিংয়ে এগিয়ে যায় অল রেডসরা। এবারের মৌসুমে মিশরীয় তারকার এটি নবম গোল।

আর্নে স্লটের অধীনে প্রথম মৌসুমে লিভারপুল এই মুহূর্তে ১০ লিগ ম্যাচে অষ্টম জয়ে সিটির থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

১০ জনের ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে হারিয়ে নটিংহ্যাম ফরেস্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। ১৯৯৯ সালের পর এনিয়ে টানা তৃতীয় ম্যাচে জয় নিশ্চিত করলো ফরেস্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button