আঞ্চলিকশীর্ষ নিউজ

ভোট ও ব্যক্তি ইমেজের জনপ্রিয়তায় এগিয়ে সাইফুদ্দীন মানিকের ফুটবল

নিজস্ব প্রতিবেদক:
কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নে আগামী ১৫ জুনের ইউপি নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা। এতে আপেল, তালা ও ফুটবল প্রতীকে তিন প্রার্থী নির্ঘুম ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তাঁরা দিনরাত নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। এদের মধ্যে বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক এম সাইফুদ্দীন মানিক ফুটবল প্রতীক নিয়ে মাঠের জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বলে জানা যায়।
চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ডের একাধিক ভোটাররা জানান, এই ওয়ার্ডে নারী পুরুষের ২৭৪০ ভোট নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। যারা মেম্বার পদে প্রতিদ্বন্দিতা করছেন তাঁরা হলেন আপেল প্রতীকের মোহাম্মদ সোহেল, তালা প্রতীকের হাফিজ আহম্মদ ও বর্তমান ইউপি সদস্য এম সাইফুদ্দীন মানিক ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
এদের মধ্যে সাইফুদ্দীন মানিক বিপুল ভোটে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর কারণে এলাকাবাসীরা জানান, ফুটবল প্রতীকের সাইফুদ্দীন মানিক আমাদের কাছে শুধু জনপ্রতিনিধি নয়। তাঁকে আমরা শুধু মেম্বার বলে মনে করি না। বরং তিনি আমাদের সন্তানের মতো। কেননা রাত্রি নিশিতে আমরা কেউ বিপদে পড়লে তাঁকে যখনই ফোন করি, তিনি ঝড়, বৃষ্টি, তুফান উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়ায়। এ জন্য আমরা চাই এবারও উনাকে মেম্বার নির্বাচত করবো (ইনশাল্লাহ)।
জানতে চাইলে এম সাইফুদ্দীন মানিক বলেন,  আমি পূনরায় নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এলাকাবাসীর পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাবো। আমার প্রতি সাধারণ মানুষের ব্যাপক জনসমর্থন রয়েছে। ভোটের মাঠে যে সাড়া পাচ্ছি এতে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে শতভাগ আশাবাদী।
অপরদিকে এলাকার মুরুব্বী হাজী আলী হোসেন ও মোঃ আমির আলী নামে দুই ভোটারের সাথে কথা হলে তাঁরা বলেন, এলাকার পরিবেশ ও বর্তমান সামাজিক প্রেক্ষাপট অনুসারে সবকিছু বুঝার ক্ষমতা সম্পন্ন, ঠান্ডা মেজাজের কাউকে মেম্বার হিসেবে দরকার। যিনি সালিশ বিচারে ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝতে পারেন। সে হিসেবে আমরা সাইফুদ্দীন মানিককে যোগ্য মনে করছি।
বিকেলে ফুটবল প্রতীকের এক গণসংযোগকালে উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ি মিরাজুন্নবী মিরাজ, নুরুল আবছার, সাইফুদ্দীন ফারুক, আক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান টিপু, আবুল হোসাইন, সেলিম, মোহাম্মদ জাবেদ, সোহেল, হেলাল, সালা উদ্দিন সাদ্দাম ও কায়সারসহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button