বিশেষ খবররাজনীতি

শার্শা আসনে টানা ৪ বার বিজয়ী নৌকা মাঝি আফিল উদ্দিন

দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন। এবার নিয়ে পর পর চার বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। এবারের নির্বাচনে তিনি এক লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আফিল উদ্দিনের নিকটতম স্বতন্ত্র প্রার্থী বেনাপোলের সাবেক মেয়র আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট। অপর প্রার্থী জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামান লাঙল প্রতীকে পেয়েছেন ২১৫১ ভোট।

সহকারী রির্টানিং অফিসার ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বেসরকারিভাবে শেখ আফিল উদ্দিনকে বিজয়ী ঘোষণা করেন। তিনি বলেন, ‘কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ভোটারদের উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

যশোর-১ শার্শা আসনটিতে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। ১০২টি ভোটকেন্দ্রের ৬৬১টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। এ আসনে মোট দুই লাখ ৯৪ হাজার ৬৯২ জন ভোটারের মধ্যে এক লাখ ৪৭ হাজার ৫৭৬ জন পুরুষ ও এক লাখ ৪৭ হাজার ১১৬ জন মহিলা ভোটার।

৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং  শেষ হয় বিকাল ৪ টায়। শীতের কারণে সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শার্শার সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচন চলাকালীন সময়ে সকাল সাড়ে ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ৫৫টি কেন্দ্রে অনিয়ম, পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নির্বাচনে জয়লাভের পর পরই শার্শা ও বেনাপোলের বিভিন্ন স্থানে বিজয় মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিভিন্ন এলাকার নেতাকর্মীরা বিজয়ী এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন কে ফুল দিয়ে অভিনন্দন জানান।

শেখ আফিল উদ্দিন বিজয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এ বিজয় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা আর আকাঙ্ক্ষার প্রতিফলন।’

যশোর-১ আসনের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, ‘এ বিজয় আমার বিজয় নয়, শার্শাবাসীর বিজয়। আমার প্রতি শার্শাবাসী যে ভালোবাসা দিয়েছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তার প্রতিদান দিয়ে যাব। দলের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকব। এ জন্য তিনি শার্শাবাসীর দোয়া কামনা করেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button