চট্টগ্রামসংগঠন সংবাদ

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশের চট্টগ্রাম চ্যাপ্টার

[চট্টগ্রাম, ২৯ জুন, ২০২২] বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী ৩০ জুন বিকেল ৩:০০ টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশের চট্টগ্রাম চ্যাপ্টার।  মূল আয়োজনের পূর্বে, ২৯ জুন চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে ক্রাভ মাগা’র পরিচালনায় ‘আমি আমাকে রক্ষা করতে পারি’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। ওয়াও (ওমেন অ দ্য ওয়ার্ল্ড) ফেস্টিভ্যাল এমন একটি আন্তর্জাতিক উৎসব, যেখানে বিশ্বজুড়ে নারীদের অর্জনগুলো তুলে ধরা হয় এবং এই অর্জনের পথে তারা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হোন সে বিষয়গুলো নিয়ে আলোচকরা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

এ বছর চট্টগ্রাম চ্যাপ্টারে থাকছে পপ আপ পারফরমেন্স, ওয়াও বাইটস (অনুপ্রেরণামূলক গল্প), স্পিড মেন্টরিং (পরামর্শ প্রদান), কর্মশালা, মার্কেট প্লেস, বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল আলোচনা এবং কনসার্ট।

‘বউ এর বিচার!’ প্রতিপাদ্য নিয়ে প্যানেল আলোচনায় সঞ্চালক হিসেবে থাকবেন মেন্টর্স চট্টগ্রামের মানজুমা মরশেদ। এই প্যানেল আলোচনায় অংশ নেবেন তিলোত্তমা চট্টগ্রামের সাহেলা আবেদিন, আইএলএমএ’র জেসমিন সুলতানা পারু ও দীপ্ত টেলিভিশন চট্টগ্রামের লতিফা আনসারী রুনা। এছাড়াও, উইমেন ইন ডিজিটাল এর আছিয়া খালেদা নীলার সঞ্চালনায় ‘কিশোর-কিশোরীদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানোর প্রয়োজনীয়তা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে বক্তা হিসেবে থাকবেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর জেন্ডার স্টাডিজের সহকারী অধ্যাপক ড. শাহরীন শাহজাহান নাওমী, প্রিমিয়ার ইউনিভার্সিটি’র সিএসই বিভাগের অধ্যাপক পূজা চক্রবর্ত্তী, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর আইটি অপারেশনস অফিসার রাজিয়া সুলতানা। অনুষ্ঠানের দিন সকালে ‘কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে পপ আপ পারফরমেন্স হিসেবে অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের পরিবেশনায় ময়ূর ও সাংগ্রাই নৃত্য, চাকমা সম্প্রদায়ের পরিবেশনায় জুম ও বিজু নৃত্য, ত্রিপুরা সম্প্রদায়ের পরিবেশনায় কাথারক/বোতল ও বৈসু নৃত্য, বম সম্প্রদায়ের পরিবেশনায় বাঁশ নৃত্য, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের পরিবেশনায় মাছ ধরা নৃত্য এবং মনসুনলেটার্সের পরিবেশনায় কবিতা আবৃত্তি। এছাড়াও থাকছে শিল্পী নিশীতা বড়ুয়ার অংশগ্রহণে জমকালো কনসার্টের আয়োজন।

চলতি বছর ‘লিঙ্গ-ভিত্তিক সহিংসতা’ প্রতিপাদ্যে ওয়াও বাংলাদেশ আয়োজন করা হয়, যেখানে অনুপ্রেরণাদায়ী নারীদের গল্পগুলো তুলে ধরা হয়। ইতিমধ্যে, গত ১২ মার্চ খুলনায় ওয়াও বাংলাদেশের খুলনা চ্যাপ্টার ও ১৯ মে সিলেট চ্যাপ্টার অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে রংপুর, সিলেট, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম এ পাঁচটি বিভাগীয় শহরে এ চ্যাপ্টারগুলো অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে ঢাকায় পূর্ণাঙ্গভাবে ওয়াও ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। বর্তমানে ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন ও সিসিডি বাংলাদেশের সহযোগিতায় এবং অংশীদারিত্বে বাংলাদেশে ওয়াও ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button