শীর্ষ নিউজ

ভাঙ্গায় স্কুলছাত্রী হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন

নেত্রকোনা জেলার বারহাট্টার স্কুল শিক্ষার্থী মুক্তি রানী বর্মনের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ভাঙ্গায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজ চত্বরে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

ভাঙ্গা উপজেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি মাহমুদা হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইব্রাহিম খলিল, সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, শিক্ষক কাউন্সিলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক সরোয়ার হোসেন, কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমাইয়া আক্তার ও ফরিদপুর জেলা বিজ্ঞান আন্দোলন মঞ্চের আহ্বায়ক সজল কুমার বাড়ই প্রমুখ।

‘অপঘাতে মৃত্যু নয়, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই’, ‘অবিলম্বে মুক্তি রানী বর্মনের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই’ এমন স্লোগানে বক্তারা আরও বলেন, আর কোনো ছাত্রী, আর কোনো নারী যেন মুক্তি রানীর মতো মৃত্যুবরণ না করে। আর কোনো নারী যেন হয়রানির শিকার না হয়। বক্তারা আরও বলেন, মুক্তি রানী বর্মনের হত্যাকারীকে দ্রুত সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button