আঞ্চলিকসংগঠন সংবাদ

গাউছিয়া ব্লাড ডোনার্স ফেডারশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

”মানবিক কাজে এগিয়ে আসাই শ্রেষ্ঠ ইবাদত”

নিজস্ব প্রতিবেদক:২০জানুয়ারী
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরে গাউছিয়া ব্লাড ডোনার্স ফেডারশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা সভা-স়ংবর্ধনা অনুষ্ঠান ২০জানুয়ারী, শুক্রবার দিনব্যাপি নারিকেল তলায় অনুষ্ঠিত হয়।

সভাপতি আল্লামা মাওঃ মোঃ ইউনুছ তৈয়বীর সভাপতিত্বে ও সংগঠনের এডমিন মোঃ বাদশা সোলাইমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, প্রধান বক্তা ছিলেন মানবিক পুলিশ এবং বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান মোঃশওকত হোসেন (পিপিএম),সম্মানিত বিশেষ অতিথি-ছিলেন নওয়াব আলী মাষ্টার,আলোর পথে-যুব সাহিত্য ফোরামের সম্পাদক,ক্রীড়া ও সাংস্কৃতি সংগঠক,সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা, মুসাইদাহ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আবু হাসান, ছাত্রনেতা,সংগঠক মোঃ মনিরুল ইসলাম মানিক,মানবাধিকার নেতা মোঃ সিফাত, মানবাধিকার নারী নেত্রী বিবি ফাতেমা প্রমুখ।

অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র এডমিন আব্দুর রহিম,মডাটের-মোঃ সুমন,হাসান পারভেজ, সৈয়দ হোসেন রনি গন্যমান্য ব্যক্তিবর্গ মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,মানবিক কাজে এগিয়ে আসাই শ্রেষ্ঠ ইবাদত,সমষ্ঠিগত ভালো উদ্যোগ কখনোই থেমে থাকে না্ । সংগঠনের আয়োজন আরো প্রসারিত করার ব্যাপারে সংগঠকদের সমন্বয় জরুরী বলে মন্তব্য প্রকাশ করেন।
মানবিক মূল্যেবোধ সৃষ্টির জন্য বিশেষ দ্বীনি নৈশিক্ষা প্রয়োগ করলে দেশ-সমাজ পরিবারে পরিবর্তন আসবে। এছাড়া বিদ্যান-জ্ঞানীর সুপরামর্শে মানবিক উন্নয়নে সর্বস্তরের তরুণ-যুবদের এগিয়ে আসতে দৃঢ় আহবান করেন। অনুষ্ঠোনে মানবিক কাজের অবদানে ২৯টি সংগঠন কে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।
পদক প্রাপ্ত সংগঠন গুলো হচ্ছে- আ,জ,ম নাছির ব্লাড ব্যাংক,রক্ত কণিকা,পতেঙ্গা ব্লাড ব্যাক,ফ্রিডম ব্লাড ব্যাংক, রক্তবন্ধু ফোরাম,মুসাইদাহ ফাউন্ডেশন,জুনিয়র ব্লাড ফাউন্ডেশন,কল ফর হিউম্যানিটি,মধ্যম কুসুমপুরা আলোর সিঁড়ি ক্লাব,কর্ণফুলী নারী সংগঠন,রক্তের বন্ধনে পটিয়া, আনোয়ারা নবীন ব্লাড ডোনার্স, মিশন গ্রুপ, ফুটন্ত ফুল পতেঙ্গা, হালিশহর সমাজ কল্যাণ সংগঠন,বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন,মানব বন্ধন ব্লাড ডোনার্স, হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি,হিউম্যান এইড ব্লাড ব্যাংক,নগর তারা, কৈত্রা ব্লাড ডোনার্স ফাউন্ডেশন, ড্রিম টার্চ বাংলাদেশ, আয়াইন আয়শা মানবতার ফাউন্ডেশন,ফ্রেন্ডস ব্লাড ব্যাংক, বাংলাদেশ ব্লাড ডোনার্স ফাউন্ডেশন, সম্যক প্রচেষ্টা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button